রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানিকৃত দেড় শতাধিক কাঁচামাল ভর্তি ট্রাকসহ ৫ শতাধিক বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। আর চার দিনে ভোমরা স্থলবন্দরে রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। ব্যবসায়িদের ক্ষতি হয়েছে প্রায় পাঁচশ কোটি টাকা। এতে বন্দরের আমদানিকৃত কোটি কোটি টাকার পণ্য নষ্ট হওয়ার উপক্রম। বিশেষ করে কাঁচামাল পিঁয়াজ, কমলা লেবু, আপেল, আঙ্গুরসহ বিভিন্ন ধরনের ফল আমদানিকারকরা পড়ে চরম বিপাকে। বন্দরে প্রায় তিন হাজার শ্রমিক কাজহীন বসে থাকে। গতকাল বুধবার ভোমরা স্থলবন্দরের যুগ্ম কমিশনার কাজি ফরিদ উদ্দিন জানান, পরিবহন ধর্মঘটের কারণে গত চার দিনে বন্দরে প্রায় পাঁচ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। অনুরূপভাবে ব্যবসায়িরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, পরিবহন ধর্মঘট ও পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে কার্যত অচল হয়ে পড়ে ভোমরা স্থলবন্দর। গত চার দিনে পাঁচশ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয় আমদানি-রপ্তানিকারকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।