রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জের) থেকে : রূপগঞ্জ উপজেলার কুমারপাড়া টেকনোয়কদা এলাকার ডেয়ারিং সুমনের কাছে কুমারটেকপাড়াসহ আশপাশের এলাকাগুলোর মানুষ জিম্মী হয়ে পড়েছে। ডেয়ারিং সুমন টেকনোয়াকদা এলাকার আঃ রহিমের ছেলে। অভিযোগ রয়েছে, সুমন তার সন্ত্রাসী বাহিনী উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে জিম্মী করে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ডেয়ারিং সুমন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। ডেয়ারিং সুমন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে কুমারপাড়াসহ আশপাশের এলাকাগুলোতে সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল, ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। সপ্তাহে এক দুইবার ডেয়ারিং সুমনের বাড়িতে মাদকের আসর বসানো হয়। ঢাকা থেকে পতিতা নিয়ে এসে ডেয়ারিং সুমনের বাড়িতে বিভিন্ন ধরনের অপকর্ম করা হয়। ডেয়ারিং সুমনের ভয়ে এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। যদি কেউ প্রতিবাদ করতে চায় তাহলে সুমন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে মারধরসহ বিভিন্নভাবে হয়রানী করে। এলাকাবাসী অভিযোগ, ডেয়ারিং সুমন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ করতে গেলে সুমন তার বাহিনী দিয়ে তাদেরকে হয়রানী করে। এছাড়া এলাকায় নতুন কেউ এসে বাড়ি নির্মাণ করতে আসলে ডেয়ারিং সুমন চাঁদা দিতে হয়। তাকে যদি কেউ চাঁদা না দেয় তাহলে বাড়ি নির্মাণে বাধা প্রদান করাসহ বাড়ির মালিককে মারধর করে। সুমনের নামে রূপগঞ্জ খানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে একাধিকবার গ্রেফতার করলেও পুলিশকে মোটা অংকের উৎকোচের বিনিময়ে সুমন ছাড়া পেয়ে যায়। সুমনের দম্ভ, থানা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই সে তার এসকল অপকর্ম চালাচ্ছে। পুলিশ তার পকেটে, সুমন পুলিশকে প্রতিমাসে মোটা অংকের মাসোয়ারা দেয় তাই পুলিশ তাকে গ্রেফতার করে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।