রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাত : পূর্ব শত্রুতার জের ধরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের সীমরাইল সাতপাড়া বাজারে প্রকাশ্যে আগুন জ্বালিয়ে একটি ওষুধ ও একটি চায়ের দোকান পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। জানা যায়, গত ২৭ ফেব্রæয়ারি রাত সাড়ে দশটায় শত্রæতার জেরে উপজেলার সীমরাইল সাতপাড়া বাজারের কাজল মিয়ার চায়ের দোকানের পাশে ওষুধের দোকানে জিয়া ও মোহসিন গংরা কাজল মিয়াকে মারধর করে। ওষুধের দোকানদার ঘটনার সাক্ষী হওয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে পরে সন্ত্রাসীদের সাথে করে নিয়ে আসা কেরোসিনের কন্টেইনার থেকে কেরোসিন ছিটিয়ে দুটি দোকানে আগুন জ্বালিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় দুটি দোকান। এ ব্যাপারে ক্ষতিগস্ত দোকানী কাজল মিয়া ১০ জনকে আসামী করে কসবা থানায় অভিযোগ দায়ের করেছে। মহারী ইউপি চেয়ারম্যান মো. আলম জানান, এ ধরনের নারকীয় ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সমুচিত বিচার হওয়া প্রয়োজন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।