Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আখঞ্জী দরবার শরীফের ওরশ মাহফিল সম্পন্ন

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের চুনারঘাট উপজেলার ঐতিহ্যবাহী আমুরোড আখঞ্জী দরবার শরীফের ৪০তম ওরশ মাহফিল উপলক্ষে সুন্নি মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। গত সোমবার বাদ আসর থেকে রাতব্যাপী উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ট পুঁথি সাহিত্যিক ও লিখক পীরে তরীক্বত মুর্শিদুনা শাহ্ সুফি হযরতুল আল্লামা শামছুদ্দিন আখঞ্জী (রহ.)-এর ৪০তম ঐতিহাসিক ওরশ মোবারক ও ইমাম আহমদ রেযা-শাহ শামছুদ্দিন আখঞ্জী (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সুন্নি সম্মেলন, দরবার শরীফের গদীনশীন পীর আলহাজ্ব মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জীর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা ওমর ফারুক চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত সুন্নি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা অধ্যক্ষ মুফতি আবু জাফর রেদওয়ান রযভী। বিশেষ মেহমান হিসেবে বয়ান করেন মাওলানা হাফেজ ওয়ালী উল্লাহ আশেকী, মাওলানা হাজী আব্দুল মান্নান জেহাদী, মাওলানা নেছার আহমদ আলক্বাদরী, মাওলানা মো. আব্দুল আলী, পীরজাদা মাওলানা শাহ্ নাছির উদ্দিন আখঞ্জী, মাওলানা শহিদুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আলী, সাংবাদিক এস এম সুলতান খাঁন, এম এ বাতিন ও এম এস জিলানী আখনজী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ