Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুগঞ্জে পরিবহন শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত অন্তত ১০ শ্রমিক

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ৩:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : শ্রমিকদের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের জের ধরে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিবহন শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশের রাবার বুলেটের আঘাতে অন্তত ১০ পরিবহন শ্রমিক আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও ট্যাংক লরি শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে গাড়ি চলাচলে বাধা দিতে গেলে পুলিশ পরিবহন শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে লাঠিপেটা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে । এ সময় পুলিশ প্রায় অর্ধশত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ১০ পরিবহন শ্রমিক আহত হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, মহাসড়কের উপর পরিবহন শ্রমিকরা যানবাহন চলাচলে বাধা দিতে গেলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ বাবার বুলেট নিক্ষেপ করে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ