Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফ আনসার ক্যাম্পের লুট হওয়া ৬ অস্ত্র নাইক্ষ্যংছড়িতে উদ্ধার

কক্সবাজার অফিস | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ২:৩২ পিএম

কক্সবাজার অফিস : টেকনাফ আনসার ক্যাম্প থেকে লুট হওয়া ৬ অস্ত্র নাইক্ষ্যংছড়ি তুমব্রু পশ্চিমকুল গহীন পাহাড়ি এলাকা থেক উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার সকালে এসব অস্ত্র (এসএমজি এবং রাইফেল) উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন এলাকা থেকে অস্ত্র লুটের ঘটনার মূল হোতা নুরুল আলম গ্রেফতার হয়। পরে তাকে নিয়েই র‌্যাব সদস্যরা অস্ত্র উদ্ধার অভিযানে নামেন বলে জানা গেছে।

এ বিষয়ে আজ বেলা দেড়টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাব ও আনসার মহাপরিচালকের উপস্থিতিতে নাইক্ষ্যংছড়ি তুমব্রু বিওপিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল আশিকুর রহমান এর পক্ষ থেকে।

অস্ত্র লুটের মূল নায়ক নুরুল আলম মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার বাসিন্দা। ২০১৬ সালের ১৩ মে ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার মুচনী এলাকার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় এক দল দুর্বৃত্ত। এতে নিহত হন আনসার ক্যাম্পের কমান্ডার মো. আলী হোসেন। লুট করা হয় ১১ টি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও ৬৭০ টি গুলি।

পরদিন অজ্ঞাত পরিচয় ৩০/৩৫ জনের বিরুদ্ধে আনসার ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত বেশ কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। গত ১০ জানুয়ারি ৩ জনকে আটক করে ৫ টি অস্ত্র উদ্ধার করে র‌্যাব-৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ