Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন কাল আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৪৫০ মেগাওয়াট নতুন ইউনিটের উদ্বোধন

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মোঃ হুমায়ূন কবির, আশুগঞ্জ থেকে ঃ ২০২১ সালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির উৎপাদন ৩ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির উৎপাদনে নতুন করে জাতীয় গ্রিডে যোগ হয়েছে ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নামে আরো একটি ইউনিট। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের এ নিয়ে মোট ১২টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ১ হাজার ৬০০ মেগাওয়াটে। কাল বুধবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই নতুন পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশের বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সাউথ) ইউনিটের নির্মাণ কাজ ২০১৩ সালের ১৪ মার্চ শুরু হয়। বিদেশি ঋণ সহায়তায় প্রায় ৩৭৯২ কোটি টাকা ব্যয়ে ৪০ মাসের মধ্যে এই ইউনিটের নির্মাণ কাজ শেষ করা হয়। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব তহবিল ছিল ৪৪৪ কোটি টাকা এবং বিদেশি ঋণ ৩২৭৬ কোটি টাকা। প্রাকৃতিক গ্যাসভিত্তিক এই পাওয়ার প্লান্টটির নির্মাণ কাজ শেষে গত বছরের ২০১৭ সালের ২২ জুলাই থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। এই ইউনিটের নির্মাণ কাজ করেছেন স্পেনের টিএসকে ইলেক্ট্রনিকা ওয়াই ইলেক্ট্রি সাইডাড এসএ নামে একটি ঠিাকাদারি প্রতিষ্ঠান। প্রথমদিকে ২৫০ মেগাওয়াট থেকে শুরু করে পর্যায়ক্রমে উৎপাদন বৃদ্ধি পেয়ে বর্তমানে ৪শ’ মেগাওয়াটে উন্নীত হয়েছে। চলতি বছর এই ইউনিট থেকে ৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের, প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুস সামাদ জানান, বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের এ নিয়ে মোট ১২টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ১ হাজার ৬০০ মেগাওয়াটে। কাল বুধবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই নতুন পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সাউথ) ইউনিটের নির্মাণ কাজ ২০১৩ সালের ১৪ মার্চ শুরু হয়। বিদেশি ঋণ সহায়তায় প্রায় ৩৭৯২ কোটি টাকা ব্যয়ে ৪০ মাসের মধ্যে এই ইউনিটের নির্মাণ কাজ শেষ করা হয়। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব তহবিল ছিল ৪৪৪ কোটি টাকা এবং বিদেশি ঋণ ৩২৭৬ কোটি টাকা।
এছাড়া আগামী জুন মাসের মধ্যে নির্মাণাধীন আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ) নামে আরো একটি ইউনিট উৎপাদনে আসার কথা রয়েছে। ২০২১ সালের মধ্যে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের উৎপাদন ক্ষমতা ৩ হাজার মেগাওয়াট ও ২০৩০ সালের মধ্যে প্রায় ৭ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে ৯০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুইটি পুরাতন ইউনিট। এই বৃহৎ পাওয়ার প্লান্টটি চালুর মধ্য দিয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৬০০ মেগাওয়াটে উন্নতি হবে বলে প্রকল্প পরিচালক জানান।



 

Show all comments
  • Nur- Muhammad ১ মার্চ, ২০১৭, ৮:৫৪ এএম says : 0
    জনগণের কষ্টার্জিত আয় এবং মাননীয় প্রধান মন্রীর বলিষ্ট নেত্বেতে দেশ আগাচ্ছে। এখন দলিয় ক্যাডার এবং দূর্নীতিবাজদের লাগাম টেনে দরতে পারলে, আমাদের উন্নয়ন কেহ আটকাতে পারবে না। এই ক্ষেত্রে প্রতিহিংস্রা পরিত্যাগ করে, জনগণের ভোটাধিকার ফেরত দিতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ