Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার কথা বললেন গর্ভনর

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, পড়ালেখা শেষে চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে। তিনি বলেন, উন্নত দেশ হতে হলে আমাদের প্রচুর উদ্যোক্তা দরকার, যাদের ছোট ছোট অভিনব উদ্যোগ খুব দ্রæত দেশকে এগিয়ে নেবে। দেশের সমস্ত ব্যাংক এখন এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন করতে প্রস্তুত আছে বলেও জানান তিনি।
গতকাল মঙ্গলবার রাজধানীর আফতাব নগরে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম এম শহিদুল হাসান বক্তব্য রাখেন। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ২৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাশন ইনস্টিটিউটের (আইবিএ) একটি দল চ্যাম্পিয়ন ও আরেকটি দল প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির একটি দল দ্বিতীয় রানারআপ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ