Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

শিল্পপতি হারুন-উর-রশিদ ফের সিআইপি নির্বাচিত

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

এশিয়ান টিভি তথা এশিয়ান গ্রæপের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক হারুন-উর-রশিদ ১৫তম বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন। ২০১৩ সালে দেশের রফতানি বাণিজ্যে অবদান রাখায় বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো তাকে এ স্বীকৃতি দিয়েছে। হারুন-উর-রশীদ ১৯৯৮ সাল থেকে ধারাবাহিকভাবে সিআইপি কার্ড পেয়ে আসছেন। এছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একাধারে ১৪ বার শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। একই সাথে তিনি এফবিসিসিআই’র ৬ বার পরিচালক নির্বাচিত হন। ইতোমধ্যে এফবিবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দেশে ও বিদেশে অসংখ্য সম্মাননা অর্জন করেন।
গত সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ২০১৩ সালের নির্বাচিত সিআইপিদের হাতে সিআইপি (রফতানি) কার্ড তুলে দেন। এ সময় বাণিজ্য সচিব হেদাতুল্লাহ আল মামুন, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমদ ইপিভি এর ভিসি মাফরুহা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ