Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শওকত আজিজের তিন মাসের জামিন

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পারটেক্স গ্রæপের পরিচালক শওকত আজিজ রাসেলকে তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে শওকত আজিজের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে খুরশিদ আলম খান।
হাইকোর্টের এ জামিনের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন খুরশিদ আলম খান। প্লট বরাদ্দে অনিয়ম ও প্রভাব খাটিয়ে ২০ কাঠা জমি বরাদ্দ নেয়ার অভিযোগে গত ৮ ফেব্রæয়ারি রাতে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করে দুদক। এতে রাজউকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরী, শওকত আজিজ এবং তার ভাই রুবেল আজিজসহ রাজউকের ছয় কর্মকর্তাকে আসামি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ৯ ফেব্রæয়ারি গুলশানের বাসা থেকে শওকত আজিজকে গ্রেফতার করে দুদকের একটি দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ