Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে স্কুল-কলেজের খেলার মাঠে দেয়াল নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে অবশেষে হাইকোর্ট দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় ও দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যায়ের একমাত্র খেলার মাঠের চারদিকে দেয়াল নির্মাণ কাজ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নিষেধাজ্ঞা দিয়েছেন। এতে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকাবাসী ও স্কুল-কলেজ পরিচালনা কমিটির মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। হাইকোর্ট ভ‚মি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, সিনিয়র সহকারী সচিব, ঢাকা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি)-এর নামে এই নিষেধাজ্ঞা আদেশ জারি করেছেন। গতকাল তাদের প্রত্যেকের নামে আদেশ জারির নোটিশ প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত কারণ দেখিয়ে ৯৯ বছরের জন্য স্কুল ও কলেজের খেলার মাঠের নামে বন্দোবস্ত দেয়া এই জমির বন্দোবস্ত বাতিল করে উপজেলা প্রশাসন মাঠ দখল করার জন্য গত ৩০ জানুয়ারি মাঠের চারেিক বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। এতে এই বন্দোবস্ত বাতিলের বিরুদ্ধে গত ১৯ ফেব্রæয়ারি কলেজের অধ্যক্ষ অমলেশ চন্দ্র চক্রবর্তী ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক পলি আক্তার হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন। এতে বিজ্ঞ উচ্চ আদালত উপজেলা প্রশাসন কর্তৃক মাঠে নির্মাণ কাজে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু উপজেলা প্রশাসন হাইকোর্টের এই আদেশ অমান্য করে খেলার মাঠের চারদিকে দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যেতে থাকে। এতে গত ২৭ ফেব্রæয়ারি রীট পিটিশনকারীরা উপজেলা প্রশাসনের এই কর্মকাÐের ঘটনাটি হাইকোর্টকে পুনরায় অবহিত করলে হাইকোর্ট এই নিষেধাজ্ঞাটি জারি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ