Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দরে মদনগঞ্জে শতাধিক স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিল সওজ

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ বন্দরের ফরাজীকান্দা এলাকায় উচ্ছেদাভিযান চালিয়েছে বিআইডবিøউটিএ। মঙ্গলবার সকাল থেকেই মদনগঞ্জ বাসস্ট্যান্ড (সাবেক রেল লাইন) হতে ওই অভিযান শুরু হয়। ফরাজীকান্দা কবরস্থান রোড পর্যন্ত বিভিন্ন ধরণের স্থাপনা বুলডোজারের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এতে ১টি কিন্ডারগার্টেন স্কুল, বিএনপি ও জাতীয় পাটির কার্যালয় এবং কাঁচা বাজারসহ প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদাভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের স্টেট অফিসার ওয়াহেদুন নবী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রকিবুজ্জামান, সহকারি প্রকৌশলী মোতাহার হোসেন, আনসার কর্মকর্তা মো. ফরহাদ সরকার, নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর তাপস কুমার পাল, বন্দর থানার সাব-ইন্সপেক্টর আবদুল হালিম। এতে প্রায় শতাধিক উচ্ছেদকর্মী অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ