Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলশিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় তোলপাড়

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম এলাকার খাতিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ বিশ্বাসকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম মাতুব্বর কর্তৃক লাঞ্ছিত করার ঘটনায় স্কুলের শিক্ষার্থী অভিভাবকসহ উপজেলার সকল শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনিয়ে পরিস্থিতি বিক্ষুব্ধ অবস্থায় গেলে খবর পেয়ে ডসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে জনতার রোষানলে পরে লাঞ্ছিতকারী সভাপতি শাহ আলম মাতুব্বর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গত সোমবার বিকেলে স্কুল ভবনে এঘটনা ঘটে। পুলিশ ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা জানায়, স্কুলের শৌরবিদ্যুৎ সোলার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম মাতুব্বর তার বাড়িতে নিয়ে স্থাপন করলে এতে প্রতিবাদ জানায় প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ বিশ্বাস। আর এতে ক্ষিপ্ত হয়ে সভাপতি প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এখবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থী অভিভাবকসহ উপজেলার সকল শিক্ষকরা বিক্ষোভে ফেটে পড়ে। এব্যাপারে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নিজাম উদ্দিন ঢালী বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর দোষীকে আইনের আওতায় আনার দাবি জানাই।’ এব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম মাতুব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ