রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রায়পুর (ল²ীপুর) উপজেলা সংবাদদাতা : ল²ীপুরের রায়পুরে রাতের আঁধারে বাল্যবিয়ে করা ও সহযোগিতার অপরাধে বর হুমায়ুন কবির (২২) ও কনের মামা সহিদ উদ্দিন (৪২)-কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়। দন্ডপ্রাপ্তদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- উপজেলার বামনীর সাইচা গ্রামের নজির আহম্মদের ছেলে বর হুমায়ুন কবির (২২) ও কনের মামা একই গ্রামের সুজন হকের ছেলে মহিউদ্দিন (৪২)। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, কাজির দিঘীরপাড় দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী তামান্না আক্তারের (১৪) সাথে গোপনে সাইচা গ্রামের নজির আহম্মদের ছেলে ব্যবাসায়ী হুমায়ুন কবিরের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে রাতেই জড়িত দুইজন ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় একমাস করে বিনাশ্রম কারাদÐ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।