Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নওগাঁ থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ৫:০৮ পিএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর নিতপুর সীমান্ত এলাকা থেকে আবুল কালাম ও রাকিব নামে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আবুল কালাম উপজেলার কালাইগ্রামের শহিদুর রহমানের ছেলে এবং রাকিব বটতলি গ্রামের মৃত ভোলার ছেলে।

বিএসএফ’র বরাত দিয়ে বিজিবি জানায়,ভোরে আবুল ও রাকিব গরু আনতে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে যান। এ সময় বিএসএফের একটি স্পেশাল টিম তাদের আটক করে ভারতের স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দুপুরে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে ভারতীয় আইনে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ