বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়ি সরকারি কলেজের মেধাবী ছাত্রী ইতি চাকমার খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ওই কলেজের শতশত ছাত্র-ছাত্রী।
আজ মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে খাগড়াছড়ি প্রেসক্লাব ঘুরে শহরের শাপলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উৎপল ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিবেক চাকমা, নুইসাচিং মারমা, অরিন্ধম কৃঞ্চ দে, জেসিন চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা ৭২ ঘণ্টার মধ্যে ইতি চাকমার খুনের ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ার উচ্চারণ করেন।
এদিকে, একই দাবিতে জেলার দীঘিনালায় বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
সোমবার রাতে খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় খুন হয় কলেজছাত্রী ইতি চাকমা। ইতি চাকমা জেলার দীঘিনালা উপজেলার ছনখোলাপাড়ার মৃত অন্ত্ররেন্দ্রীয় চাকমার মেয়ে। ইতি ভগ্নিপতির ভাড়া বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করতেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত যেই হোক না কেনো তদন্ত করে আটকের করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।