Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর হাতিয়ায় এলজি ও গুলিসহ আটক ১

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ২:২৭ পিএম

নোয়াখালী ব্যুরো : বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালি বাজারে অভিযান চালিয়ে জামশেদ হোসেন হৃদয় (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে পুলিশ অভিযান চালিয়ে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃত জামশেদ হোসেন হৃদয় উপজেলার জাহাজমারা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রাতে ওছখালি বাজারে অভিযান চালিয়ে জামশেদ হোসেন হৃদয়কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

হাতিয়া থানা ওসি আব্দুল মজিদ জানান, আটককৃত হৃদয় চট্টগ্রামে থাকে। গত কয়েকদিন আগে হৃদয়’সহ তিন জন জলদস্যু ডাকাতির উদ্দেশ্যে হাতিয়ায় আসে। আটককৃত হৃদয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।



 

Show all comments
  • Md Sohel Uddin ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ৪:১১ পিএম says : 0
    হাতিয়ার বিষয়টা খব খারাপ.....?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ