Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ২

ময়মনসিংহ অফিস | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:১৮ পিএম

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন।

গতরাত ২টার দিকে উপজেলার বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মাইজবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মর্তুজা আলী সরকার (৫৫) ও শাহীন মিয়া (২৮)। তাদের বাড়ি উপজেলার কুমুরিয়ার চর গ্রামে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, উপজেলার বটতলা বাজার এলাকায় একটি গাড়ির ধাক্কায় তাদের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়েছেন। তবে কী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে, তা জানা যায়নি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ