Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলের সার্কেল এএসপিকে প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হাফিজুর রহমান বিজয় নামের এক আসামিকে থানা হেফাজতে নির্যাতনের ঘটনায় পটুয়াখালীর বাউফলের সার্কেল এএসপি সাইফুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে নির্যাতনের শিকার বিজয়ের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার পটুয়াখালীর সার্কেল এএসপি সাইফুল ইসলাম ও বাউফল থানার ওসি আজম খান ফারুকী আদালতের নির্দেশে হাইকোর্টে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দাখিল করার পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ওসির পক্ষে ইউসুফ হোসেন হুমায়ুন, এএসপির পক্ষে শ ম রেজাউল করিম শুনানি করেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও ফারুক হোসেন। থানায় নির্যাতনের ওই ঘটনা তদন্ত করে ১৯ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের আইজিপিকে নির্দেশ দিয়েছে আদালত। ওইদিনই এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। তবে সার্কেল এএসপি সাইফুল ইসলাম ও ওসি আজম খান ফারুকীকে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
দৈনিক পত্রিকায় গত ১৪ ফেব্রæয়ারি প্রকাশিত ‘বাউফলে ওসির রুমে নির্যাতন’ শীর্ষক একটি প্রতিবেদনে বলা হয়, কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামের শামসুল হক খানের ছেলে হাফিজুর রহমান বিজয়কে গত ১২ ফেব্রæয়ারি আটকের পর থানা হাজত থেকে ওসির রুমে নিয়ে নির্যাতন করা হয়। এরপর বিজয়ের মা ওই প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করলে ২০ ফেব্রæয়ারি হাইকোর্ট এএসপি ও ওসিকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলে। পাশাপাশি আইজিপিকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ