বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দোহার-নবাবগঞ্জ উপজেলা সংবাদদাতা : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোবাইল ছিনতাই করে কলেজছাত্র আবির সাহাকে (২২) চাকু দিয়ে হত্যার চেষ্টা করেছে স্থানীয় বখাটে নাজমুল (২০) ও তার সহপাঠীরা। সোমবার বিকেলে উপজেলা সদর কলাকোপা রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবির সাহা ওই গ্রামের নিতাই সাহার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলা সদর কলাকোপা রাজারামপুর গ্রামের ডিএন কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র আবির সাহাকে মোবাইল ফোনে নাজমুল বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তার সাথে গোপন কথা আছে বলে ওই এলাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সুরেন্দ্র চন্দ্র সাহার পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে আবির সাহার কাছ থেকে জোরপূর্বক মোবাইল ছিনিয়ে নিয়ে নাজমুল ও তার তিন-চারজন সহপাঠী তাকে চাকু দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। উপস্থিত এলাকাবাসী আহত আবিরকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আবিরের মা বেবী সাহা জানান, আবির কলেজ থেকে এসে বাড়িতে ভাত খেতে বসবে এমন সময় নাজমুল মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে হত্যার চেষ্টা করে। আমি এর বিচার চাই। নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।