প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : এ প্রজন্মের গায়ক ও সংগীত পরিচালক সোহেল রাজ। গানের ভুবনে তার পথচলা সাত বছরেরও বেশি সময় ধরে। এরইমধ্যে একটি একক অ্যালবাম ও বেশ কয়েকটি মিক্সড অ্যালবাম দিয়ে তিনি প্রশংসিত হয়েছেন। এবার প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় একক অ্যালবাম। নাম ‘এই পথে নিমন্ত্রণ’। সম্প্রতি লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটি বাজারে এসেছে। সোহেল জানালেন, তার অ্যালবামে মোট আটটি গান থাকছে। গান লিখেছেন লিমন আহমেদ, এনআই বুলবুল, এইচ আর রাশিদ ও শিল্পী নিজে। সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ। অ্যালবামটির শব্দ প্রকৌশলী হিসেবে কাজ করেছেন অংকুর আহমেদ। অ্যালবামটি নিয়ে সোহেল বলেন, এতে প্রেম, বিরহসহ নানা ধাঁচে ভিন্ন ভিন্ন স্বাদের গান পাবেন শ্রোতারা। চেষ্টা করেছি সময়কে মাথায় রেখে কিছু শ্রুতিমধুর গান করতে। উল্লেখ্য, সোহেল রাজের প্রথম অ্যালবাম ২০০৯ সালের শেষদিকে ‘প্রতীক্ষা এ প্রহরে’ প্রকাশ হয় ফাহিম মিউজিকের ব্যানারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।