Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১ মার্চ থেকে খুলনা-বেনাপোল রুটে দিনে দু’বার চলবে যাত্রীবাহী ট্রেন

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোল-খুলনা রুটে আগমী ১ মার্চ থেকে দিনে দুইবার যাত্রীবাহী কমিউনিটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যশোরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এই রুটে খুলনা থেকে বেনাপোল পর্যন্ত যাত্রীবাহী ট্রেন দিনে একবার যাতায়াত করতো।
বেনাপোল রেল স্টেশন মাস্টার আজিজুর রহমান জানান, খুলনা-বেনাপোল রুটে প্রতিদিন সকাল ৬টায় খুলনা থেকে কমিউনিটি ট্রেন যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশে রওনা হয়ে যশোর পৌঁছাবে সকাল সাড়ে ৭টায়। আর বেনাপোল পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়।
ট্রেনটি আবার বেনাপোল থেকে সকাল ৯টায় যাত্রী নিয়ে রওনা হয়ে যশোর পৌঁছাবে সকাল ১০টায়। আর খুলনায় পৌঁছাবে সকাল ১১টা ৪০ মিনিটে।
একইভাবে ট্রেনটি আবার দুপুর ১২টা ১০ মিনিটে খুলনা থেকে রওনা হয়ে যশোর পৌঁছাবে দুপুর দেড়টায়। আর বেনাপোল পৌঁছাবে দুপুর আড়াইটায়।
পরে ট্রেনটি আবার বেনাপোল থেকে যাত্রী নিয়ে বিকেল সাড়ে ৩টায় রওনা হয়ে যশোর পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। আর খুলনায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
জানা যায়, নিরাপদ যাত্রায় রেল ভ্রমণের বিকল্প নেই। এ কারণে দিন দিন রেল ভ্রমণে যাত্রীর সংখ্যাও বেড়ে চলেছে। ভারত যাতায়াতের ক্ষেত্রে বেনাপোল সীমান্তে চেকপোস্ট থাকায় এপথে খুলনা ও যশোরের অধিকাংশ যাত্রীরা আসা যাওয়া করছে।
এছাড়া যাত্রী সেবাই এ রুটে খুলনা-কলকাতা মৈত্রী রেল চালুর প্রস্তুতিও চলছে। আগামী এপ্রিল মাস থেকে খুলনা কোলকাতা রুটে যাত্রীবাহী মৈত্রী টেন চলাচল করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ