Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুদকে দুর্নীতি থাকলে সেটাও প্রকাশ করুন : সাংবাদিকদের মহাপরিচালক

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভ্যন্তরে দুর্নীতি থাকলে সেটাও গণমাধ্যমে তুলে ধরার আহŸান জানিয়েছেন দুদক মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) ড. মো. শামসুল আরেফিন। দুদক ৭৩ শতাংশ দুর্নীতির তথ্য গণমাধ্যমের কাছ থেকে সংগ্রহ করে বলেও জানিয়েছেন তিনি।
দুদক মহাপরিচালক গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, দুর্নীতি দমন কমিশনের ভেতরেও যদি কোন দুর্নীতি থাকে সেটাও লিখুন। তাহলে আমরা চাপের মধ্যে থাকব। আমরা স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যেতে বাধ্য হব। আমরা চাই, আপনারা বেশি বেশি করে লিখুন। বেশি বেশি করে দুর্নীতির কথাগুলো উঠে আসুক।
গতকাল (সোমবার) চট্টগ্রামে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এবং জার্মানভিত্তিক বেসরকারী সংস্থা জিআইজেড। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে দুদক মহাপরিচালক আরও বলেন, দুর্নীতির চিত্র বড়ই বিচিত্র। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে একাই পদক্ষেপ নিতে হচ্ছে। তবে দুদকের একার পদক্ষেপ যথেষ্ট নয়। আপনাদের লেখনির মাধ্যমে আমাদের জানিয়ে দিতে হবে, সতর্ক করতে হবে। আপনারা আমাদের চোখ দিয়ে দেখিয়ে দিতে পারেন যে, এভাবে না, এভাবে হবে। সবকিছু আমাদের সরকারি কর্মকর্তাদের মাথা থেকে আসবে, এটা হয়ত না-ও হতে পারে। এতে দেশ, জাতি উপকৃত হবে, মানুষ ভোগান্তিমুক্ত হবে। এর আগে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, আমাদের দেশে ৭৩ শতাংশ দুর্নীতির অনুসন্ধান শুরু হয় বিভিন্ন পত্রিকার রিপোর্ট থেকে তথ্য নিয়ে। বাকিগুলো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের অভিযোগ থেকে। তবে এসব অভিযোগের অধিকাংশই বেনামে থাকে। এতে তথ্যবিভ্রাট থাকে। সনদ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. আলী আর রাজি, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক জুলফিকার আলী মানিক এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ। এ সময় দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু সাঈদ চৌধুরীও উপস্থিত ছিলেন। ২৩ ফেব্রæয়ারি থেকে পাঁচদিনের এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ