বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ল²ীপুর জেলা সংবাদদাতা : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান বলেন, দ্বীনি শিক্ষা তথা মাদরাসা শিক্ষা রক্ষা করতে হলে জমিয়তের পতাকা তলে ঐক্যবদ্ধ না হয়ে কোনো উপায় নেই। দ্বীনি শিক্ষাকে রক্ষার স্বার্থে মাদরাসার সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করতে হবে। মাদরাসা শিক্ষা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি সোমবার বিকেলে ল²ীপুর জেলার রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদরাসায় রামগঞ্জ উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জমিয়াতুল মোদার্রেছীনের রামগঞ্জ শাখার সভাপিত ও রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এ এইচ এম মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জমিয়াতুল মোদার্রেছীনের রামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: আবদুল্লা আল মাহমুদ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাও: মুরাদ হাছান, কাশিমনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও: আবদুর রহীম, হরিশ্চর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও: মো: মোস্তফা খান, কচুয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও: আজাদ হোসেন, শাহমিরান আলিম মাদরাসার অধ্যক্ষ মাও: এ টি এম আবদুল্লা, আশারকোটা আল-আমিন দাখিল মাদরাসার সুপার মাও: মাহাবুবুর রহমান, চৌমুহনী ফয়েজ আম আলিম মাদরাসার মাও: নাছির আহম্মেদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।