বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) মাত্র সাড়ে তিন লাখ টাকার ঠিকাদারি কাজের সিডিউল জমা দিতে দেয়নি যুবলীগ নেতারা। এ নিয়ে হট্টগোল ও হাতাহাতির ঘটনাও ঘটেছে। গতকাল (সোমবার) নগর ভবনের পূর্ত বিভাগের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভের বদলে ঘৃণা প্রকাশ করেছেন সাধারণ ঠিকাদারররা। কেসিসির নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান জানান, টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালের দারোয়ানের ঘর নির্মাণের জন্য দরপত্র আহŸান করা হয়েছিল ১৫ ফেব্রæয়ারি। দরপত্রের এস্টিমেট মূল্য ছিল তিন লাখ ৪৬ হাজার ৮৮৬ টাকা। নির্ধারিত সময়ে ৪৬টি সিডিউল বিক্রি হয়েছিল। জমা পড়েছে মাত্র পাঁচটি। বাধা দেয়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান।
সাধারণ ঠিকাদাররা অভিযোগ করেন, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম খলিফার নির্দেশে তার কিছু অনুসারী সাধারণ ঠিকাদারদের দরপত্র জমা দিতে দেয়নি। তারা সিডিউল জমা দিতে গেলে তাদের গালাগাল দেয়া হয়। ভয়ে ৪৬ জন সিডিউল কিনেও জমা দেয়নি। তারা জানান, ছোট অংকের কাজগুলো ছোট ঠিকাদাররা করে থাকেন। ইদানিং এই কাজগুলোও যুবলীগ নেতারা দখল করে নিচ্ছেন। ইতোপূর্বে তিনটি কাজ এভাবে ভাগবাটোয়ারা করে নেয়া হয়েছে। এ ধরনের কর্মকাÐ অব্যাহত থাকলে কেসিসিতে ব্যবসার পথ বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম খলিফা বলেন, ছোট ভাইরা একটা কাজ করতে চেয়েছে; আমি থেকে নেগোসিয়েশন করে দিয়েছি। এ জন্য আমি এক টাকাও নেইনি। কাউকে নিতেও দেইনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।