Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবি শিক্ষার্থী সিফাত হত্যা মামলার রায়

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্বামীর ১০ বছরের কারাদÐ পরিবারের হতাশা
রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার রায়ে সিফাতের স্বামী মো. আসিফকে ১০ বছরের কারাদÐ এবং বাকি ৩ জনকে খালাস দেয়া হয়েছে। ঢাকার তিন নম্বর দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ গতকাল দুপুর ১টার দিকে এই রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্ত বাকি তিন জন হলেন সিফাতে শ্বশুর মো. হোসেন রমজান ও শাশুড়ি নাজমুন নাহার নাজলী এবং ময়নাতদন্তকারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জুবায়দুর রহমান।
সিফাতের মা ফারজানা বানু বলেন, ‘আসামিরা ছিলেন সবাই প্রভাবশালী। আমরা তাদের কাছে হেরে গেছি। এ রায়ে আমরা হতাশ। আমরা অবশ্যই উচ্চ আদালতে আপীল করবো।’ তিনি আরো বলেন, ‘আমার মেয়েকে হত্যার সব আলামত আছে। শরীরের জখম ছিল। ওরা আমার মেয়ের হাতটিও ভেঙে দিয়েছিল। প্রথম ময়নাতদন্তে সেগুলো প্রকাশ করা হয়নি। দ্বিতীয়বার ময়নাতদন্ত করে পরে সেগুলো প্রকাশ হয়েছে। আসামিরা বরাবরই প্রভাব বিস্তারের চেষ্টা করছিল। সব প্রমাণাদি আছে, নথি আছে। এরপরেও এমন রায়ে আমরা হতাশ।’
এ ব্যাপারে জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, ‘রায় নিয়ে আমরা সন্তুষ্ট নই। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী এটা একটি হত্যাকাÐ। কিন্তু রায়ে তার প্রতিফলন ঘটেনি’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ