Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা নামে বিভাগের দাবিতে কওমি মাদরাসা সংগঠনের মানববন্ধন

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার: প্রাচীন ঐতিহ্যের জেলা কুমিল্লার নাম বাদ দিয়ে ময়নামতি নামে বিভাগ করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার বেলা ১২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কওমি মাদরাসা সংগঠনের শহর শাখার সভাপতি হাফেজ মাওলানা মুনির হোছাইন। কুমিল্লা জেলার বিভিন্ন কওমি মাদরাসা থেকে আগত শিক্ষক, শিক্ষার্থীসহ আরেম ওলামায়ে কেরামগণ মানববন্ধনে অংশ নেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কাশেমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুস, মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুনীরুল ইসলাম, টমছমব্রিজের ইক্বরা মাদরাসার অধ্যক্ষ হাফেজ ফরিদ আহমেদ, রানীর বাজার মাদরাসার মুফতি মাওলানা সুলতান আহমেদ, হাফেজ মাওলানা জামিল আহমেদ, জামিয়া মাদানিয়ার পরিচালক হাফেজ তালহা বিন ওবায়দুল্লাহ ও হাফেজ মাওলানা আমিন উল্লাহ প্রমুখ।



 

Show all comments
  • Nur- Muhammad ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ৭:১১ এএম says : 0
    মিডিয়ার মাধ্যমে জানতে পরলাম, রাজনীতির প্রতিহিৎসার কারনে, এই সিদ্ধান্ত। প্রতিহিৎসা পরিহার করুন। "কুমিল্লা" র নামে বিভাগ করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ