Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিজিল্যান্স টিমের অভিযান কর্ণফুলী গ্যাসের ৩৮৮ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর বায়োজিদ, হামজারবাগ, ফকিরহাট, পটিয়া, হাটহাজারীসহ বিভিন্ন এলাকায় কেজিডিসিএল’র ভিজিল্যান্স টিম এবং জোনভিত্তিক গঠিত সংযোগ বিচ্ছিন্ন টিম গত ১২ ফেব্রæয়ারি থেকে ২৬ ফেব্রæয়ারি পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করে। অভিযানে অননুমোদিত সরঞ্জাম ব্যবহারের দায়ে হামজারবাগ এলাকায় মেসার্স শাহজাহান হোটেল, ফকিরহাট পূর্ব গোসাইলডাঙ্গা এলাকায় মেসার্স ইউনুস বেকারী, বায়োজিদ ২নং রেলগেট এলাকায় মেসার্স খাজা গরীবে নেওয়াজ হোটেল, হাটহাজারী মাদ্রাসা শপিং কমপ্লেক্স এলাকায় মেসার্স হোটেল এন্ড বিরানী হাউস এবং পটিয়া বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স নুর বেকারীর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া উল্লেখিত এলাকাসমূহে বাসাবাড়িতে অননুমোদিত সরঞ্জামে অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বকেয়া গ্যাস বিলের কারণে ৮৪ জন গ্রাহকের ৩৮৮টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট গ্রাহকসমূহের বিরুদ্ধে সরকারী পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে বলে কেজিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে। অভিযানকালে কেজিডিসিএল’র ভিজিল্যান্স ডিপার্টমেন্টের ব্যবস্থাপক প্রকৌশলী হাসান সোহরাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ