Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ১২ লাখ টাকা ছিনতাই ও নৈশপ্রহরীর খুনিরা এখনও অধরা

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ায় প্রকাশ্যে দিনদুপুরে ফিল্মি স্টাইলে পুলিশ ফাঁড়ির সামনে পৌনে ১২ লাখ টাকা ছিনতাই ও নৈশপ্রহরী আব্দুল কুদ্দুস হত্যার ক্লু পুলিশ উদঘাটন করতে পারেনি। টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ রায়হান (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করলেও গত ২২ দিনেও ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে পারেনি। রায়হান বগুড়া শহরের চেলোপাড়ার পান্না বেপারির ছেলে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রæয়ারি সকাল সাড়ে ১০টায় শহরের আকাশতারা এলাকার সুমন ফ্লাওয়ার মিলসের ম্যানেজার মামুনুর রশীদ মোটরসাইকেলে শহরের বড়গোলা জনতা ব্যাংক কর্পোরেট শাখায় টাকা জমা দিতে যাচ্ছিলেন। এসময় অফিস সহকারী বগুড়ার আবুল কাশেমও (৩৫) তার সাথে ছিলেন। মোটরসাইকেলটি নারুলী পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছা মাত্র ২-৩ জন মুখোশ পরিহিত ছিনতাইকারী ফিল্মি স্টাইলে তাদের বেধড়ক পিটিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে একটি কাপড়ের ব্যাগে রাখা ১১ লাখ ৭৬ হাজার ৭৮০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অফিস সহকারী আবুল কাশেমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রায়হানকে গ্রেফতার করলেও ছিনতাইকৃত টাকা বা কোনো ক্লু উদ্ধার করতে পারেনি।
এদিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস নামে এক নৈশপ্রহরী খুনের ঘটনায় মামলা দায়ের করা হলেও গত ১৪ দিনে তদন্তে কোনো অগ্রগতি নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ