Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাধবপুরে বিস্ফোরক উদ্ধার

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের একটি পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে পেট্রোল বোমাসহ বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার ভোরে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে বিস্কোরক দ্রব্যগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করতে পারিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সোমবার ভোর রাতে একটি বিশেষ টহল দল উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ সুজন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভিতর থেকে পেট্রোল বোম্ব ২৭টি, ছোট ককটেল ২০টি, মাঝারি ককটেল ২৮টি, বড় ককটেল ৫টি, স্কুল ব্যাগ ২টি, ট্রলি ব্যাগ ১টি এবং বড় মমবাতি ১টি উদ্ধার করে।
উদ্ধারকৃত বিস্ফোরক ও অন্যান্য মালামাল মাধবপুর থানায় জমা করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন পিপিএম সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিস্কোরক দ্রব্যগুলো নিস্ক্রিয় করার উদ্যোগ নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ