Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে ড্রাম বিস্ফোরণে পিতা পুত্রসহ দগ্ধ ৩

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাহ্যপদার্থের খালিড্রাম বিস্ফোরিত হয়ে পিতা-পুত্রসহ তিনজন দগ্ধ হয়েছে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের কাবিল বকশী গ্রামের গ্যাস লাইটার মেস্ত্রী নজরুল ইসলামের বাড়িতে পাশের গ্রাম তরফপাছাইলের আবুল কালাম নামের এক ব্যক্তি একটি খালি ড্রাম নিয়ে আসে। তিনি পানির ট্যাংকি হিসেবে ব্যবহার করতে বাজার থেকে দাহ্যপদার্থের ওই ড্রামটি ক্রয় করে এনেছেন। নজরুল ইসলামের বাড়িতে ড্রামটি ছিদ্র করতে আনা হয়েছিল। ড্রামাটি ছিদ্র করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই নজরুল ইসলাম (৫৫) তার ছেলে রমজান আলী (২৫) এবং কৃষক আবুল কালাম (৪০) দগ্ধ হন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা দগ্ধদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করে। আহত তিনজনের মধ্যে নজরুল ইসলাম ও আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইনচার্জ মো. রুকনুজ্জামান বলেন, ড্রামে পাইপ ফিট করার পর পাইপের আশপাশের ছিদ্র বন্ধ করার জন্য জ্বলন্ত মোম দিয়ে ফুটো বন্ধ করে ফেলেন। কিন্তু ড্রামের মুখবন্ধ থাকায় ভিতরে গ্যাস তৈরি হয়ে তা বিস্ফোরিত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলটি ঈশ্বরগঞ্জ থানা পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, দগ্ধ ব্যক্তিরা চিকিৎসাধীন অবস্থায় থাকায় কোন অভিযোগ পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ