Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় পরিবহন ধর্মঘটে ভোমরা বন্দরের কোটি টাকার রাজস্ব ক্ষতি

আমদানি করা কাঁচাপণ্য নষ্ট, দুর্ভোগে যাত্রীরা

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে : খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কবলে পড়ে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানিকৃত কোটি কোটি টাকার কাঁচাপণ্য নষ্ট হচ্ছে। এসব পণ্যের মধ্যে পিয়াজ ও বিভিন্ন প্রকার ফল রয়েছে। আকর্ষিক ধর্মঘটে আমদানিকারকগণ পড়েছেন চরম বিপাকে। বর্তমানে ভোমরা স্থলবন্দরে আমদানিকৃত শতাধিক কাঁচা মালসহ পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। দ্বিতীয় দিনে তা আরো বেড়েছে। বন্দরে কর্মরত তিন হাজারের মত শ্রমিক বেকার সময় কাটাচ্ছেন। ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম জানিয়েছেন, ধর্মঘটের ফলে কাঁচামাল আমদানিকারকগণ প্রতিদিন শতকোটি টাকা ক্ষতির সম্মুখিন হচ্ছেন । এছাড়া এক দিকে যেমন সময় নষ্ট হচেছ, তেমনি গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণ অর্থ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এদিকে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে সাতক্ষীরার আটটি রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে সাধারণ যাত্রিরা। বাস, মিনিবাস, দূরপাল্লার বাস ও সকল প্রকার পণ্যবাহী ট্রাক-পিকআপ এ ধর্মঘটের আওতায় থাকায় দুর্ভোগ বেড়েই চলেছে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দীন জানিয়েছেন, বিষয়টি জেলার সমস্যা নয়। বিভাগীয় সমস্যা। তারপরও আমি স্থানীয় শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। তবে আইনশৃঙ্খলার অবনতি না হয়, সে ব্যাপারে সব কিছু নজরদারিতে রাখা হয়েছে। উল্লেখ্য, বেপরোয়া গতিতে বাস চালিয়ে চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনকে হত্যার দায়ে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদÐের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবীতে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে। বাস, মিনিবাস, দূরপাল্লার বাস ও সকল প্রকার পণ্যবাহি ট্রাক-পিকআপ এ ধর্মঘটের আওতায় রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ