Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ছেলে না স্ত্রীর চিকিৎসা করাবেন জিয়া?

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : আবু তৈয়বের বয়স যখন চার বছর তখন তার শরীরে ধরা পড়ল নেফ্রোটিক সিড্রোম রোগ। এর কারণে তার কিডনি শরীরের প্রয়োজনীয় প্রোটিন ধরে রাখার সক্ষমতা হারায়। ফলে শরীরে প্রচুর পানি জমে। চিকিৎসায় একটু হেরফের হলেই তৈয়বের শরীরও অস্বাভাবিক ফুলে যায়। তাকে সুস্থ রাখতে প্রতি মাসে ২০ হাজার টাকার ঔষুধ লাগে। তৈয়বের মা তছলিমা আক্তার চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তৈয়বের বাবা জিয়াউর রহমান একজন পল্লীচিকিৎসক টানা ৭ বছর তৈয়বের চিকিৎসা করাতে গিয়ে আর্থিক অনটনে পড়েন জিয়ার পরিবার। বছর খানেক আগে জিয়ার স্ত্রী স্কুল শিক্ষিকা তছলিমা আক্তারের শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার, যার ফলে তার ডান হাতে পচন ধরেছে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসা করানো হয়। আত্মীয়স্বজনের সহায়তায় তাকে ছয়টি কেমো দেয়া হয়। এখন রেডিওথেরাপির প্রস্তুতি চলছে। চিকিৎসকরা বলছেন, তছলিমাকে ১৭টি হার্ট সেপটিল ইনজেকশন দিতে হবে। প্রতি ইনজেকশনের দাম ৮২ থেকে ৮৫ হাজার টাকা। এই চিকিৎসা চালানো জিয়াউর রহমানের পক্ষে রিতিমত দুঃসাধ্য হয়ে পড়েছে। একদিকে ছেলের চিকিৎসা অন্যদিকে স্ত্রীর ক্যান্সার। কোনটি করবেন জিয়া। এই চিন্তায় দিশেহারা। পরিবারটির পাশে দাঁড়াতে পারেন যে কেউ। আপনাদের সহায়তায় বাঁচতে পারেন শুধুমাত্র একজন মানুষ গড়ার কারিগর নয়, পুরো একটি পরিবার।
সাহায্য পাঠাবার ঠিকানা-
তছলিমা আক্তার
হিসাব নং ১৪২০০১১০০৬৭২৮,
রূপালী ব্যাংক লিমিটেড, আবুতোরাব বাজার শাখা, মিরসরাই, চট্টগ্রাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ