Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার ট্রাকসহ ভারতীয় শাড়ী কাপড় আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ৫:০৯ পিএম

সাতক্ষীরার তালায় সাত লক্ষ টাকা মূল্যের ১৯টি কার্টনভর্তি ভারতীয় মালামাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা কলেজের সামনে থেকে এলাকাবাসির সহায়তায় তালা থানার পুলিশ ট্রাকটি আটক করে। এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। এরপর দুপুরে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. লিটন আলীর উপস্থিতিতে ১৯টি কার্টন খোলা হয়। এসব কার্টনে ৯৩৮ পিছ শাড়ী ও ১২ পিছ থান কাপড়ের রোল পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে সাত লক্ষ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত থেকে ভারতীয় পণ্য নিয়ে ট্রাকটি বুধহাটা-খেশরা সড়ক হয়ে তালায় যাচ্ছিলো। কিন্তু ট্রাকচালক বেপরোয়া গাড়ী চালিয়ে আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ট্রাকটি আটক করে তল্লাশি করে। এসময় ট্রাকে থাকা ১৯ কার্টন ভারতীয় কাপড় দেখে স্থানীয় পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়। পরে পুলিশ যেয়ে ভারতীয় কাপড়সহ ট্রাকটি জব্দ করে। জব্দকৃত ট্রাকের নম্বর খুলনা মেট্রো-নং১১-০৯৬৬।
তালা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ট্রাকটিতে ১৯ কার্টন মালামাল পাওয়া গেছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ