Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ৪:৪৫ পিএম

ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিনপাড়ায় এক ঝুটের গোডাউনে আগুন লেগে প্রায় নগদ টাকাসহ প্রায় ১০লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর দেড়টার দিকে। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্র জানা যায়নি।

ঘটনাস্থলে গেলে গোডাউনের মালিক আলফাহাদ ট্রেডার্সের প্রোপাইটর আলতাফ হোসেন বলেন, ট্রাকে করে গত রাতেই ঝুটের মালামাল এ গোডাউনে রেখেছি। অগ্নিকাণ্ডের একটু আগেই গোডাউন থেকে এসেছি। একটু পরেই হঠাৎ করে শুনি গোডাউনে আগুন লেগেছে। তবে কি করে আগুন লাগলো বুঝে উঠে পারছি না।
আরেক পার্টনার আশিশ কুমার সরকার বলেন, এ গোডাউনে নগদ টাকাও ছিল সবমিলিয়ে প্রায় ১০লাখ টাকার মালামালা পড়ে গেছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ