বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জুলফিকার আলী (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলী পুঠিয়া উপজেলার এস আর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সিংড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি ওই স্কুলে দীর্ঘ ১০ বছর ধরে বিনা বেতনে পাঠদান করে আসছিলেন বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শিউলী খাতুন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল। ওই স্কুল শিক্ষক মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া হেলথ কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
হাসপাতালে নেওয়ার পথেই শিক্ষক জুলফিকার আলীর মৃত্যু হয় বলে জানান ওসি হাফিজুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।