বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে জিহাদি বই ও লিফলেটসহ আনসার ওরফে তালহা ওরফে মামুন (৩৬) নামে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আনসার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার হাটবাড়ি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
আজ সোমবার দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালের দিকে আনসার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিতে যোগ দেন। তাকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যায়। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ এর স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম জানান, আনসারকে র্যাব ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।