প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অস্কারের ইতিহাসে সর্বোচ্চ ১৪টি মনোনয়ন পেয়ে শ্রেষ্ঠ পরিচালক এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগসহ ‘লা লা ল্যান্ড’ ৬টি বিভাগে অস্কার পেয়ে ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পুরস্কারের সংখ্যায় শীর্ষে আছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র আর শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগসহ তিনটি অস্কার পুতুল জয় করে নিশ্চিত করে সম্মানজনক অবস্থানে আছে ‘মুনলাইট’।
আফ্রিকান-আমেরিকা বিষয়বস্তু-সমৃদ্ধ ‘মুনলাইট’ ফিল্মটির তিনটি অস্কার জয় এবং ‘ফেন্সেস’ ফিল্মটির একটি অস্কার জয় প্রমাণ করেছে অ্যাকাডেমি বর্ণবাদদুষ্ট নয়। গত বছরের অস্কার এজন্য খুব সমালোচিত হয়েছিল।
মায়ামির পটভূমিতে মাদক, দারিদ্র্য আর এক বিরূপ পরিবেশ মোকাবেলা করে একজন মানুষের শৈশব থেকে বেড়ে ওঠার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুনলাইট’ এবারের অস্কারে সেরা চলচ্চিত্রের সম্মাননা পেয়েছে। এই বিভাগে অবশ্য প্রথমে ভুলক্রমে ‘লা লা ল্যান্ড’-ফিল্মটির নাম ঘোষণা করা হয়েছিল। এ যেন ২০১৫ সালে স্টিভ হার্ভির মিস ইউনিভার্সের সেই ভুলের অনুরূপ।
ভাই বেন অ্যাফ্লেকের পদাঙ্ক অনুসরণ করে কেসি অ্যাফ্লেক এবার অস্কার জয় করলেন। বেন চিত্রনাট্যকার হিসেবে আর তিনি পেলেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ চলচ্চিত্রে সদ্য ভ্রাতৃহারা এক মানুষের ভূমিকায় যে তার ভাইপো’র পথপ্রদর্শকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এমা স্টোন ‘লা লা ল্যান্ড’ ফিল্মে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা লাভের প্রত্যাশী এক তরুণী মিয়ার ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার পেয়েছেন।
‘মুনলাইট’ চলচ্চিত্রে কিউবান বংশোদ্ভূত মাদক ব্যবসায়ী হুয়ানের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার অস্কার পেয়েছেন মাহেরশালা আলি। ভায়োলা ডেভিস অস্কার জয় করেছেন ‘ফেন্সেস’ চলচ্চিত্রে রোজ ম্যাক্সসন নামে এক মায়ের ভূমিকায় অভিনয় করার জন্য যে তার স্বামীর সহিংস আচরণ থেকে রক্ষা করে কিশোর ছেলেকে প্রতিষ্ঠিত করার প্রয়াস পায়; ভায়োলা তিনবার মনোনয়ন পেয়ে প্রথম অস্কার জয় করেছেন।
একটি বড় অনুষ্ঠান হবে আর তাতে ডনাল্ড ট্রাম্প প্রসঙ্গ থাকবে না তা হতে পারে না। সীমিত করে হলেও তাকে নিয়ে এই অনুষ্ঠানে রসিকতা করা হয়েছে।
হলিউডের সুপরিসর ডলবি থিয়েটারে আজ (সোমবার) বাংলাদেশ সময় সকাল ৭টা (যুক্তরাষ্ট্রে রবিবার প্যাসিফিক মান সময় বিকাল ৪টা, ২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় অস্কার নামে সমধিক পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। মার্কিন এবিসি টিভি নেটওয়ার্কের শেষ রাতের টক শো ‘জিমি কিমেল লাইভ’-এর উপস্থাপক এবং কৌতুক অভিনেতা জিমি কিমেল এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপস্থাপকের দায়িত্ব পালন করছেন। এটি তার প্রথম অস্কার উপস্থাপনা।
এবিসি নেটওয়ার্ক ৮৯ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। উপমহাদেশের দর্শকদের জন্য স্টার মুভিজ অনুষ্ঠানটির সরাসরি দেখিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।