Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

যশোর পাসপোর্ট অফিসে সেবা সপ্তাহের উদ্বোধন

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : পাসপোর্ট নাগরিক অধিকার নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার এ স্লোগান সামনে রেখে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে শুরু হয়েছে সেবা সপ্তাহ। গতকাল রোববার বেলা ১২টায় জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর সাত দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় আগামী ২ মার্চ পর্যন্ত একই ছাতার নিচে পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জামাল হোসেন। উপ পরিচালক জানান, সেবা সপ্তাহে ফরম পূরণে সহযোগিতা, অনলাইনে ব্যাংক ফি প্রদানে বুথ স্থাপন, ডাটা এন্ট্রি, ছবি তোলা ও পাসপোর্ট বিতরণে নারী-পুরুষদের পৃথক ব্যবস্থা করা, অসুস্থ ও প্রবীণদের দ্রুত সেবা প্রদান ও বিদেশে অবস্থানরতদের সাতদিনের মধ্যে পাসপোর্ট পৌঁছে দেবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ