Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান শিক্ষকের মারধর প্রতিবাদে বিদ্যালয়ে তালা

নাজিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা : বিচারের দাবিতে মিছিল

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাজিরপুর উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় বিচারের দাবিতে মিছিল করতে চাইলে, মিছিলে অংশ নিতে আসা এক মহিলাকে প্রধান শিক্ষক কর্তৃক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে স্থানীয়রা ওই বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। হামলার শিকার উপজেলা যুবলীগের মহিলাবিষয়ক সম্পাদক নাছরিন আক্তার জানান, উপজেলার ৮নং বৈবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় বিচারের দাবিতে গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ তাদের অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন। শিক্ষার্থী অভিভাবকরা মিছিলের উদ্দেশ্যে বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনতে গেলে প্রধান শিক্ষিকা তাতে বাধা দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝর্না মৌলির কাছে বাধা দেয়ার কারণ জানতে চাইলে তিনি তাকে (নাছরিন) মারধর করেন। এ ঘটনায় ওই সময় ক্ষুব্ধ স্থানীয় শিক্ষার্থী অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান গেইটসহ শিক্ষক কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে স্থানীয় মাটিভাংগা ফাঁড়ি পুলিশের আইসি মুজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেন। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষিকা মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন শিক্ষার্থীদের মিছিলে নিতে চাইলে আমি তাতে বাধা দেই মাত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ