Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এনসিসি ও কর্মসংস্থান ব্যাংকের মধ্যে রেমিটেন্স বিতরণ চুক্তি

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত রেমিটেন্স আরো দ্রুত ও নিরাপদে প্রাপকের হাতে তুলে দেয়ার লক্ষ্যে এনসিসি ব্যাংক লিঃ সম্প্রতি কর্মসংস্থান ব্যাংকের সাথে একটি চুক্তি করেছে। এই চুক্তির ফলে এনসিসি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কর্মসংস্থান ব্যাংক দেশব্যাপী বিস্তৃত ২৩৩টি শাখা হতে গ্রাহকদের রেমিটেন্স এর অর্থ প্রদান করতে পারবে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম হাফিজ আহমেদ এবং কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুর রউফ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পরীক্ষিৎ দত্ত চৌধুরী এবং এনসিসি ব্যাংক এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো: ফজলুর রহমান এবং এ জেড এম সালেহ, ভাইস প্রেসিডেন্ট এবং রেমিটেন্স ও এনআরবি সার্ভিস বিভাগের প্রধান মো: মাহ্ফুজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ