Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টম পেরেজ ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হলেন

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির প্রেসিডেন্ট পদে টম পেরেজ নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের শ্রমমন্ত্রী ছিলেন। গত শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা নগরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম মুসলিম কংগ্রেসম্যান কিথ এলিসনের সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতার পর দ্বিতীয় পর্বের ভোটে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হন পেরেজ। পেরেজ পেয়েছেন ২৩৫ ভোট। এলিসন পেয়েছেন ২০০ ভোট। গত প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর বিপর্যস্ত ডেমোক্রেটিক পার্টিকে পুনর্গঠন এবং রিপাবলিকান পার্টির বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোকাবিলা করার দায়িত্ব এবার পেরেজের। দলের জাতীয় কমিটির উদ্দেশে পেরেজ বলেছেন, আমরা আত্মবিশ্বাসের সংকটে ভুগছি, প্রাসঙ্গিকতার সংকটে ভুগছি। ডেমোক্রেটিক পার্টির তৃণমূলকে শক্তিশালী করার অঙ্গীকার করেন পেরেজ। একই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। খবরে বলা হয়, বারাক ওবামা প্রশাসনের শ্রমমন্ত্রী টম পেরেজকে দলীয় প্রধান হিসেবে বেছে নিয়েছেন ডেমোক্র্যাটরা। দলকে পুনরায় চাঙা করার পাশাপাশি ট্রাম্পকে সামনে থেকে মোকাবেলার দায়িত্বটাও তাই তার কাঁধেই উঠলো। ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সদস্য, দলের প্রশাসনিক ও অর্থ যোগানদাতাদের সমর্থন নিয়ে দ্বিতীয় পর্বের ভোটে নির্বাচিত হন পেরেজ। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা নগরে দ্বিতীয় পর্বের ভোটে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে পেরেজকে। কংগ্রেসে স্থান করে নেয়া প্রথম মুসলিম কিথ এলিসন বেশ শক্ত লড়াই গড়ে তুলেছিলেন। গত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেসের ভরাডুবির পর বেশ চিন্তায় রয়েছে ডেমোক্র্যাট শিবির। জাতীয় কমিটির সদস্যের উদ্দেশে পেরেজ বলেন, আমরা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, এই সংকট হলো প্রাসঙ্গিকতা। ডেমোক্র্যাটিক পার্টির অতি উদার অংশের জোরালো সমর্থন ছিল কিথ এলিসনের সঙ্গে। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক ডেমোক্র্যাটিক পার্টির সমর্থন নিয়ে দলীয় নেতৃত্বে এলেন পেরেজ। এবারের দুই প্রার্থীই প্রগতিশীলমনা হিসেবে পরিচিত। কিথ এলিসন কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর ২০০৬ সালে কোরআন হাতে শপথ নিয়েছিলেন। গত প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতে যাচ্ছেন বলে পূর্বাভাসও দিয়েছিলেন। আর হার্ভার্ড গ্র্যাজুয়েট টম পেরেজ মার্কিন বিচার বিভাগে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে ল্যাটিনো জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে টম পেরেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেই মনে করা হয়। হিলারি ক্লিনটন ঘরানার নেতাদের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার সমর্থন জানান পেরেজকে। প্রকাশ্যে সমর্থন না জানালেও পেরেজের নেতৃত্বের প্রশংসা করেন সাবেক প্রেসিডেন্ট ওবামা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ