Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হুইল চেয়ার ও শিক্ষাসামগ্রী বিতরণ

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর শহরের বাবুরহাটে লায়ন্স ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির আয়োজনে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড গ্রুপিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শিক্ষাসামগ্রী, হুইল চেয়ার, সেলাই মেশিন, ঝুড়ি, ড্রামসেট বিতরণ, বৃক্ষরোপণ এবং ঘর তৈরির উপকরণ প্রদান করা হয়। লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-৩১৫ বি ৪ বাংলাদেশ-এর উদ্যোগে গত শনিবার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার শামসুন্নাহার। অনুষ্ঠানে শতাধিক অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার, শিক্ষা উপকরণসহ বিভিন্ন সেবা জাতীয় উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সদস্য বিদায়ী জেলা গর্ভনর লায়ন মোঃ মোস্তাক হোসাইন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি শহীদুল্লা মাস্টার, বিশিষ্ট শিল্পপতি লায়ন আব্দুস ছোবহান, লায়ন মোঃ জাকির হোসেন, লায়ন মোঃ আলমগীর হোসেন বাবুল। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির সভাপতি লায়ন মোঃ মোস্তফা তালুকদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ