Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাষাঢ়ায় আগুনে পুড়লো ৬ দোকান-ঘর

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ৫:১৪ পিএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের চাষাঢ়া রেললাইনের পাশে অগ্নিকাণ্ডে ৫টি ভাঙারির দোকান ও ১টি বসত ঘর পুড়ে গেছে।

আজ রোববার সকাল পৌনে ৯টায় আগুন লাগে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী শান্ত জানান, আজ সকাল পৌনে ৯টার দিকে লোকজনের চিৎকার শুনে গিয়ে দেখি দু’টি ভাঙারির দোকানে আগুন লেগেছে। মুহূর্তেই তা ছড়িয়ে পরে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান সাইনুর রহমান বলেন, চাষাঢ়া রেললাইন সংলগ্ন একটি দোকানে প্রথমে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ায় পাঁচটি দোকানের সব জিনিসপত্র পুড়ে যায়। এছাড়া একটি টিনের দোতলা ঘরের বেশ কিছু অংশ পুড়ে যায়।

প্রাথমিক ধারণা করা হচ্ছে সিগারেট অথবা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- মো. বিল্লাল হোসেন (২টি), আব্দুস সালাম (১টি), মো. হাসান (২টি) ও দোকানের পাশে রাশেদা বেগমের বসতঘরের কিছু অংশ পুড়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ