Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনা নদীতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ৫:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গত শনিবার সন্ধ্যায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী ২ ডাকাতকে আটক করে। আত্মকৃতরা হচ্ছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আক্কাছ মিয়ার ছেলে জুয়েল (২০) ও ভৈরবপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে শুক্কুর মিয়া (২১)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মেঘনা নদীতে ৮/১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল স্পীড বোট নিয়ে নৌ ডাকাতি প্রস্তুতিকালে এলাকাবাসী টের পেয়ে স্পীডবোডে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ২ ডাকাতকে পুলিশে সোপর্দ করে। বীরগাওঁ ইউপি চেয়ারম্যান কবির আহম্মেদ বলেন, এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় ২ ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ বলেন, দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করা হলেও বাকী ডাকাতরা পালিয়ে গেছে। গ্রেফতারকৃতদের গতকাল রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ