Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাক্ষী দিতে সিলেটের আদালতে নার্গিস

সিলেট অফিস | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:১১ পিএম

সিলেট অফিস : ছাত্রলীগ নেতা সন্ত্রাসী বদরুলের হামলায় গুরুতর আহত সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস আদালতে সাক্ষী দিতে গেছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে যান নার্গিস। তবে, সকাল সোয়া ১১টা পর্যন্ত বদরুলকে আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান নার্গিস। সিলেটে পৌঁছেই সাংবাদিকদের দেওয়া বক্তব্যে বদরুলের দ্রুত বিচার দাবি করেন তিনি। এরআগে ভিকটিম হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত থেকে নার্গিসকে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু, চিকিৎসা জনিত কারণে তাকে আদালতে হাজির হতে ছাড়পত্র দেননি চিকিৎসকরা।



 

Show all comments
  • Nur- Muhammad ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:৪৩ পিএম says : 0
    নিয়মানুযী খাদিজা আদালতে সাক্ষী দিবে। খাদিজাকে ছাড়াও বাংলার ১৬ কোটি মানুষ (বদরুলকে ছাড়া, বাঁচার জন্য বদরুল হত সত্য বলবে না) খাদিজার পক্ষে সাক্ষী দিবে। আশা করি মহামাণ্য আদালত জনগণের কাঙ্ক্ষিত রায় দিবে।
    Total Reply(0) Reply
  • Nur- Muhammad ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ২:৩৪ পিএম says : 0
    মালালা ইউসুফজাই ২০১২ খ্রিস্টাব্দে পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে সন্রাসী (তালেবান) কর্তৃক গুরুতর আহত হয়। প্রথম তাকে পেশোওয়ার ও রাওয়ালপিন্ডর সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। আস্তে আস্তে মালালা সুস্থ হয়। ২০১৪ সালে, শিক্ষা ও শিশু অধিকার আন্দোলনের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আমাদের খাদিজা ও পরীক্ষা দিয়ে ফেরার পথে সন্রাসী বদরুল কর্তৃক গুরুতর আগত হয়। প্রথম সিলেট, পরে ঢাকায় উন্নত চিকিৎসা দেওয় হয়। খাদিজার দেশ প্রেম ও পাকিস্তান হতে আমাদের চিকিৎসা ব্যবস্হা উন্নত হওয়ায় তাকে বিদেশ নিতে হয় না। দেশের চিকিৎসায়ই সুস্হ হয়ে আজ সে আদালতে সাক্ষী দিতে গেল। খাদিজা শিক্ষা ও নারী স্বাধীণতার জন্য আঘাত প্রাপ্ত হয়েছে। মৃত্যুর দোয়ার থেকে ফেরত আসছে। মূল্যায়ন করলে, মালালার চেয়ে খাদিজার পয়েন্ট কম নয়। বরংচ কিছু আগায়ে দেওয়া যায়, কেননা খাদিজা দেশ প্রেমে বিদেশ নয়, দেশেই চিকিৎসা নিয়েছে। তাই আমার এই ক্ষুদ্র লিখার মাধ্যমে নোবেল কমিটির কাছে অনুরোধ রইল, খাদিজাকে নোবেল পুরস্কার দেওয়া হউক। এবং আমাদের সরকার ও সুধী সমাজকে এই ব্যাপারে যথাযথভাবে উপস্হাপনের জন্য অনুরোধ রইল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ