Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজির স্থাপন করেছে ফয়সাল ইনস্টিটিউট

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রেবা রহমান, যশোর থেকে : মফস্বলের একটি স্কুল সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে শিক্ষাদানসহ যাবতীয় কর্মকান্ডে রেকর্ড সৃষ্টি করেছে। স্কুলটি হচ্ছে যশোর উপশহর বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট। অনন্য নজীর স্থাপনের খবর জানাতে স্কুল পরিচালনা কমিটি গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে। নিরিবিলি এলাকায় অবস্থিত এলাকার স্কুলটিতে পা রাখলেই ডিজিটাল স্কুলের ছোয়া পাওয়া যায়। আন্তরিকতা থাকলে যে কোন স্কুলের শিক্ষাদান, মানোন্নয়ন, পরিচ্ছন্ন কার্যক্রম খুব সহজেই সম্ভব তা যশোর উপশহরের স্কুলটি দেখলেই স্পষ্ট প্রমাণ পাওয়া যায়।
জানা যায়, ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর গতানুগতিকভাবেই চলছিল স্কুলটির সকল কার্যক্রম। বর্তমান পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় একটি মডেল স্কুল গড়ে তোলা হয়। কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান খান দায়িত্ব নেয়ার পর থেকেই বদলে যেতে থাকে স্কুলটি। ‘তিনি চীন ও জাপানসহ ইউরোপের দেশগুলোতে যেভাবে স্কুল পরিচালনা করা হয় তার অনুকরণ করেন। তিনি জানান, বাইরের কোনো সহায়তা ছাড়াই প্রত্যেকটি শ্রেণিকক্ষসহ পুরো স্কুল ক্যাম্পাসে বসানো হয় ৩২টি সিসি ক্যামেরা। শিক্ষার্থী হাজিরার ক্ষেত্রে সনাতন পদ্ধতির পরিবর্তে চালু করা হয় ফিঙ্গার প্রিন্ট সিস্টেম। মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, প্রত্যেকটি শ্রেণী কক্ষ ও ক্যাম্পাসে সিসি ক্যামেরার মাধ্যমে সব কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। হাজিরা নেয়া হয় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের। প্রতিটি শ্রেণীকক্ষে দেয়া হয়েছে মাল্টিমিডিয়া সেট। তৈরি করা হয়েছে নিজস্ব ওয়েবসাইট। যার মাধ্যমে অনলাইনেই বেতন ও অন্যান্য ফিসহ যাবতীয় তথ্য সংরক্ষণ করা হয়। প্রত্যেকটি ক্লাসে রয়েছে সাউন্ড সিস্টেম। যা নিয়ন্ত্রণ করা হয় প্রধান শিক্ষকের কক্ষ থেকে। এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রধান শিক্ষক ক্লাস টিচার কিংবা শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। আবার অবসর সময়ে দেশাত্মবোধক গানও শোনানো হয় শিক্ষার্থীদের। স্কুলটিতে রয়েছে আধুনিক মানের কম্পিউটার ল্যাব ও সায়েন্স ল্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ