রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার তারাশী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- তারাশী গ্রামের হোসেন শেখের ছেলে সিরাজ শেখ (৬২), বশার শেখের স্ত্রী নাছিমা (৩০), সিরাজ শেখের স্ত্রী কহিনুর বেগম (৫০), জামিলা গ্রামের রহম খানের ছেলে দেলোয়ার খান (৫০), স্ত্রী কহিনুর বেগম (৪০), অপরপক্ষের মনির শেখের মেয়ে লাখি (১৬) ও হোসেন শেখের ছেলে মনির শেখ (৪০)। হাসপাতালে আহত সিরাজ শেখ জানান, মনির শেখদের সাথে জমি নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় মনির শেখ গংয়েরা আমার ঘরের সামনে দিয়ে বেড়া দিয়ে প্রাচীর নির্মাণ করে ফলে বিষয়টি নিয়ে কোটালীপাড়া থানায় অভিযোগ করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে মনির শেখ, বাবু শেখ, রহিম, লাখি, কহিনুর, খালেদা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়ে আমাদের আহত করে মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।