Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে একটি এতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুন:মিলনীর আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তরিকুল ইসলাম বিপুল ও মাসুদ বাবুল মেম্বার, লুৎফর রহমান, দেওয়ান সিরাজসহ প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত এ পুন:মিলনীতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর (বীরপ্রতীক)। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সেন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট ব্যবসায়ী মোগল মিয়া, আ.লীগ নেতা ও মালুম সিটির স্বত্বাধিকারী শাহীন মালুম, মেহেদী হাসান প্রিন্স, তাপস পাল, মিজানুর রহমান, হিরু আহমেদ শিকদার, রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মকবুল হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার, বণিক বার্তার মাহবুব আলম প্রিয়সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্র্থী, শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থাপনা করেন তরিকুল ইসলাম বিপুল। এ সময় বিদ্যালয়ের স্মৃতি চারণ করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাসুদ বাবুল মেম্বার বলেন, এ ধরনের অনুষ্ঠান সহপাঠীদের শৈশবের ইতিকথা মনে করিয়ে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি তার বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পুন:মিলনী অনুষ্ঠান সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে বিশেষ শিক্ষা ও উৎসাহ হিসেবে গ্রহণ করতে পারে। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সমাজসেবক হিসেবে গড়ে ওঠার জন্য সিনিয়রদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। পুন:মিলনী উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ