Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়ালন্দে বিজয় নগর উপজেলার দাবিতে মানববন্ধন ও র‌্যালি

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় বিজয়-৭১ চত্বরে গোয়ালন্দ মোড় কেন্দ্রিক নতুন বিজয় নগর উপজেলা বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার সকাল ১০টায় র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিজয় নগর উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ব্যানারে রাজবাড়ী জেলার শহীদ ওহাবপুর, মূলঘর, বসন্তপুর, সুলতানপুর, খানখানাপুর ও পাঁচুরিয়া ইউনিয়নের সমন্বয়ে গোয়ালন্দ মোড়কেন্দ্রিক ‘বিজয় নগর’ নামে নতুন প্রশাসনিক উপজেলা বাস্তবায়নের দাবি উত্থাপিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বাস্তবায়ন কমিটির আহŸায়ক খান মোহাম্মদ নাজমুল হক, গোয়ালন্দ মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা জয়নাল আবেদীন, উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য ও গোয়ালন্দ মোড়ের কম্পিউটার ব্যবসায়ী মিজানুর রহমান আসাদ, ব্যাংকার ফয়জুল ইসলাম রাজন, ইউপি সদস্য হাবিবুর রহমান বাবু, সাবেক সদস্য মাহফুজুল হক টিপু, সাবেক সদস্য আব্দুল হালিম মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার দাস ও সাধারণ সম্পাদক মো. শহীদ খান, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, যুবদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরু, তরুণ সমাজসেবক সুজন শেখ, বাস্তবায়ন কমিটির সদস্য সাদ্দাম হোসাইন, হানিফ সরদার, সেলিম মিজি, মনির হোসেন, ইব্রাহিম বিন সুমন প্রমুখ। মানববন্ধনে দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ীসহ এলাকার সর্বস্তরের সহস্রাধিক জনসাধারণ অংশগ্রহণ করে। বক্তারা সড়ক যোগাযোগ, ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান, সরকারি- বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সার্বিক বিবেচনায় সকল ইউনিয়নের জনগণের সুবিধার্থে গোয়ালন্দ মোড়কেন্দ্রিক নতুন বিজয় নগর উপজেলা বাস্তবায়নের দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ